উইন্ডোজ শতভাগ ফাস্ট করার স্ক্রিপ্ট; উইন্ডোজ ডিব্লোট করুন সবচেয়ে সহজে। Windows 10/11 Optimizing script


 




আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো কিভাবে একদম স্লো যেকোনো কম্পিউটারকে সুপার ফাস্ট বানাতে হয়। এটা ল্যাপটপ-ডেস্কটপ, নতুন-পুরাতন, উইন্ডোজ ১০ বা ১১ – যেকোনো কম্পিউটারকে করবে সুপার ফাস্ট। স্ক্রিপ্টের মাধ্যমে অপ্রয়োজনীয় সফটওয়ার + টেলিমেট্রি রিমুভ করা হবে। সাথে কিছু সেটিং করা হয়েছে যাতে কম্পিউটার পার্ফমেন্স বাড়াতে অনেক সাহায্য করবে।

OVERVIEW

৩ টি স্ক্রিপ্ট রয়েছে যা যথাক্রমে উইন্ডোজ সিস্টেমের পারফরম্যান্স Boost & Optimize করতে এবং ইন্টারনেট সেটিংস উন্নত করতে ডিজাইন করা হয়েছে।

  1. Windows Debloating:

    • Disabling Startup Programs: কিছু প্রোগ্রাম স্টার্টআপে চালু হওয়া থেকে বিরত রাখা হয়েছে যাতে বুট আপ টাইম এবং অভারল পারফরম্যান্স ইম্প্রভ হয়।
    • Deletes Unnecessary Softwares: Unnecessary বিল্ট-ইন উইন্ডোজ অ্যাপ্লিকেশনগুলি আনইনস্টল করা হয়েছে।

যেসব অ-দরকারি অ্যাপ রিমুভ হবেঃ

Clipchamp.Clipchamp

Microsoft.3DBuilder

Microsoft.549981C3F5F10   #Cortana app

Microsoft.BingFinance

Microsoft.BingFoodAndDrink           

Microsoft.BingHealthAndFitness        

Microsoft.BingNews

Microsoft.BingSports

Microsoft.BingTranslator

Microsoft.BingTravel

Microsoft.BingWeather

Microsoft.windowscommunicationsapps

Microsoft.Getstarted 

Microsoft.Messaging

Microsoft.Microsoft3DViewer

Microsoft.MicrosoftJournal

Microsoft.MicrosoftOfficeHub

Microsoft.MicrosoftPowerBIForWindows

Microsoft.MicrosoftSolitaireCollection

Microsoft.MicrosoftStickyNotes

Microsoft.MixedReality.Portal

Microsoft.Edge

Microsoft.GetHelp

Microsoft.MSPaint

Microsoft.OneDrive

Microsoft.NetworkSpeedTest

Microsoft.News

Microsoft.Office.OneNote

Microsoft.Office.Sway

Microsoft.OneConnect

Microsoft.Print3D

Microsoft.SkypeApp

Microsoft.Todos

Microsoft.WindowsAlarms

Microsoft.WindowsFeedbackHub

Microsoft.WindowsMaps

Microsoft.WindowsSoundRecorder

Microsoft.XboxApp  

Microsoft.ZuneVideo

MicrosoftCorporationII.MicrosoftFamily   

MicrosoftCorporationII.QuickAssist

MicrosoftTeams   # Old MS Teams personal (MS Store)

MSTeams

Microsoft.YourPhone

Microsoft.ZuneMusic

Microsoft.OutlookForWindows

Microsoft.People

Microsoft.PowerAutomateDesktop

Windows.DevHome

ACGMediaPlayer

ActiproSoftwareLLC

AdobeSystemsIncorporated.AdobePhotoshopExpress

Amazon.com.Amazon

AmazonVideo.PrimeVideo

Asphalt8Airborne

AutodeskSketchBook

CaesarsSlotsFreeCasino

COOKINGFEVER

CyberLinkMediaSuiteEssentials

DisneyMagicKingdoms

Disney

DrawboardPDF

Duolingo-LearnLanguagesforFree

EclipseManager

Facebook

FarmVille2CountryEscape

fitbit

Flipboard

HiddenCity

HULULLC.HULUPLUS

iHeartRadio

Instagram

king.com.BubbleWitch3Saga

king.com.CandyCrushSaga

king.com.CandyCrushSodaSaga

LinkedInforWindows

MarchofEmpires

Netflix

NYTCrossword

OneCalendar

PandoraMediaInc

PhototasticCollage

PicsArt-PhotoStudio

Plex

PolarrPhotoEditorAcademicEdition

Royal Revolt

Shazam

Sidia.LiveWallpaper

SlingTV

Spotify

TikTok

TuneInRadio

Twitter

Viber

WinZipUniversal

Wunderlist

XING

 

যদি কোনো অ্যাপ রিমুভ করতে না চান তাহলে ফোল্ডারের ভিতরের ওই এপের আগে ‘#’ চিহ্ন যুক্ত করে দিন

  1. Overall SYSTEM Boost & OPTIMIZATION:

    • High performance Power Plan: সিস্টেম পাওয়ার প্ল্যানকে হাই পারফরম্যান্সে সেট করা হয়েছে, যা সর্বাধিক পারফরম্যান্স নিশ্চিত করে
    • Removing Power Throttling: এই ধাপটি পাওয়ার থ্রটলিং নিষ্ক্রিয় করে যাতে অ্যাপ্লিকেশনগুলি সিপিইউ সম্পূর্ণ ব্যবহার করতে পারে যা উইন্ডোজে সীমাবদ্ধ করা থাকে
    • Removing Logging and Telemetry: উইন্ডোজ এরর রিপোর্টিং এবং টেলিমেট্রি-এর মত সার্ভিসগুলি নিষ্ক্রিয় করে যাতে প্রাইভেসি বৃদ্ধি পায় এবং অপ্রয়োজনীয় সিস্টেম ওভারহেড কমে।
    • Disabling Unnecessary Services: বিভিন্ন অপ্রয়োজনীয় সার্ভিস নিষ্ক্রিয় করা হয় যাতে সিস্টেম রিসোর্স মুক্ত হয় এবং পারফরম্যান্স বৃদ্ধি পায়।
    • Some Services set to manual: কম গুরুত্বপূর্ণ সার্ভিসগুলি ম্যানুয়াল স্টার্টআপে সেট করা হয় যাতে তারা স্বয়ংক্রিয়ভাবে চালু না হয়ে এবং প্রয়োজনীয় না হলে রিসোর্স ব্যবহার না করে।
    • Enhancing Privacy: স্ক্রিপ্টটি বিভিন্ন রেজিস্ট্রি পরিবর্তন করে যাতে সিস্টেমের পারফরম্যান্স এবং গোপনীয়তা আরও উন্নত হয়, যেমন কর্টানা, টেলিমেট্রি, এবং অন্যান্য বৈশিষ্ট্যগুলি নিষ্ক্রিয় করা।

  1. Internet Optimization:

    • Setting Cloudflare DNS: স্ক্রিপ্টটি IPv4 এবং IPv6-এর জন্য ক্লাউডফ্লেয়ার DNS সার্ভার ব্যবহার করতে সিস্টেম কনফিগার করে, যা দ্রুত এবং আরও ব্যক্তিগত DNS রেজল্যুশন প্রদান করতে পারে।
    • Internet Settings Optimizations: বিভিন্ন নেটওয়ার্ক সেটিংস সামঞ্জস্য করা হয় যাতে ইন্টারনেট পারফরম্যান্স অপ্টিমাইজ হয়, যেমন অটো-টিউনিং নিষ্ক্রিয় করা, ECN (Explicit Congestion Notification) সক্ষম করা
    • Disabling Power Saving Network Adapters: নেটওয়ার্ক এডাপ্টারের পাওয়ার সেভিং ডিসেবল করা আছে

কিভাবে ব্যবহার করবেনঃ

১। স্ক্রিপ্টটি ডাওনলোড করে এক্সট্র্যাক্ট করবেন

২। তারপর ডাবল ক্লিক করে ওপেন করবেন

৩। ‘Press any key to exit’  বা  ‘Press any key to Continue’ বা ‘Press enter to coninue/exit’ লেখা আসলে যাস্ট ‘Enter Key’ প্রেস করবেন

৪।  কয়েক মিনিটেই স্ক্রিপ্টটি এপ্লাই হয়ে যাবে

পার্থক্য

ভিডিও টিউটোরিয়াল

YouTube

 Backup for future: Terabox

DOWNLOAD

Win10&11_Optimizer by RAIYAN

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

Post a Comment (0)
Previous Post Next Post