এক ক্লিকে র‍্যাম ক্লিন করুন! How to Clean RAM in One Click using MemReduct?






আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো কম্পিউটারে স্ক্রিনশট নেয়ার সবচেয়ে সহজ উপায়। অনেকে ‘Sniping tool’ ইউস করেন আমি জানি। কিন্ত, অনেকের আবার সমস্যা হয়। অনেক সময় সেভ-করার পর খুজে পাওয়া যায় না। তাই আজকে ২ টা উপায়-ই দেখাবো যেগুলা অবশ্যই কাজে লাগবে বলে আশা করি।

 


তো শুরু করা যাকঃ

১।Lightshot সফটওয়ার-টা ইন্সটল করে নিন।

২। তারপর, নিচে taskbar থেকে Lightshot-এ এক ক্লিক করলেই স্ক্রিনশট নিতে পারবেন।

৩। অথবা কি-বোর্ড থেকে ‘prtSc’ তে ক্লিক করে স্ক্রিনশট নিতে পারেন।

৪। তারপর এরিয়া সিলেক্ট করবেন। তারপর চাইলে এরো চিহ্ন দিয়ে বিভিন্ন এলিমেন্ট দেখাতে পারেন। চাইলে এরো চিহ্নের রঙ-ও চেঞ্জ করতে পারবেন।

৫। যাই হোক,  তারপর নিচে সেভ আইকনে ক্লিক করে যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন।

এটি দিয়ে linux বা  Mac -এ ও স্ক্রিনশট নেয়া যায়।

 

এই ফুল প্রসেস এরভিডিও টিওটোরিয়াল

সফটওয়ার ডাওনলোড লিঙ্ক [Official]

আমার Telegram-এ ও দেয়া আছে।

 

 

আর সফটওয়ার ছাড়া স্ক্রিনশট নিতে এটি ফলো করুনঃ

Video Player
00:00
00:00

 


আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

 

 

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন,ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,

বাংলাদেশের জন্য দোয়া করুন, বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

Post a Comment (0)
Previous Post Next Post