আসসালামুয়ালাইকুম
আজকে দেখাবো কম্পিউটারে স্ক্রিনশট নেয়ার সবচেয়ে সহজ উপায়। অনেকে ‘Sniping tool’ ইউস করেন আমি জানি। কিন্ত, অনেকের আবার সমস্যা হয়। অনেক সময় সেভ-করার পর খুজে পাওয়া যায় না। তাই আজকে ২ টা উপায়-ই দেখাবো যেগুলা অবশ্যই কাজে লাগবে বলে আশা করি।
তো শুরু করা যাকঃ
১।Lightshot সফটওয়ার-টা ইন্সটল করে নিন।
২। তারপর, নিচে taskbar থেকে Lightshot-এ এক ক্লিক করলেই স্ক্রিনশট নিতে পারবেন।
৩। অথবা কি-বোর্ড থেকে ‘prtSc’ তে ক্লিক করে স্ক্রিনশট নিতে পারেন।
৪। তারপর এরিয়া সিলেক্ট করবেন। তারপর চাইলে এরো চিহ্ন দিয়ে বিভিন্ন এলিমেন্ট দেখাতে পারেন। চাইলে এরো চিহ্নের রঙ-ও চেঞ্জ করতে পারবেন।
৫। যাই হোক, তারপর নিচে সেভ আইকনে ক্লিক করে যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন।
এটি দিয়ে linux বা Mac -এ ও স্ক্রিনশট নেয়া যায়।
এই ফুল প্রসেস এরভিডিও টিওটোরিয়াল
সফটওয়ার ডাওনলোড লিঙ্ক [Official]
আমার Telegram-এ ও দেয়া আছে।
আর সফটওয়ার ছাড়া স্ক্রিনশট নিতে এটি ফলো করুনঃ
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন,ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশের জন্য দোয়া করুন, বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।